
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষারকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৩ জুন ২০২৫) রাত সাড়ে ১১ টায় ঢাকাস্থ নাখালপাড়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আটকের পর তাকে ডিবি পুলিশ আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। এছাড়াও ৫ আগস্টের পর শাহরাস্তি থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।