ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুচনী গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে (২০ এপ্রিল) পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় গণ হত্যার শিকার হন কুচনী গ্রামের ৯জন নারী-পুরুষ।
কুচনী গণহত্যা দিবস উপলক্ষে সকালে শহীদদের সমাধিস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও সরাইল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ ও শহীদ পরিবারের সদস্যগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরওয়ার উদ্দীন, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান, বাংলানিউজের সিনিয়র নিউজরুম এডিটর সোহরাব শান্ত, বধ্যভূমি বাস্তবায়ন পরিষদের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শহীদুজ্জামান প্রমুখ।
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কুচনী গণহত্যার শিকার শহীদদের দাবির প্রেক্ষিতে সমাধিস্থলে স্মৃতিসৌধ নির্মানের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।