
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা’র বণিক পাড়ায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী ৮ম বার্ষিক মহোৎসব অনুষ্ঠান।
৬ দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম তিন দিন সোম, মঙ্গল ও বুধবার রাতে চলবে শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠক হিসেবে যথাক্রমে রয়েছেন, ডাঃ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ফরিদপুর, শ্রী দীপক কৃষ্ণ দাস, নোয়াখালী ও শ্রী শ্যাম দাস গোস্বামী, কালিকচ্ছ সরাইল।
মঙ্গলবার রাতে শ্রীমদ্ভাগবত পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন করে শুরু হবে ২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান।
২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে নাম সুধা পরিবেশন করবেন বিভিন্ন কীর্তনীয়া দল। ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও প্রতিদিন স্থানীয় ও দূর দুরান্ত থেকে আসা সকল ভক্ত বৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উৎসব পরিচালনা কমিটি। রোববার অরুণোদয়ে নগর কীর্তনের মধ্য দিয়ে শেষ হবে ৬ দিন ব্যাপী ৮ম বার্ষিক মহোৎসব অনুষ্ঠান।
৬ দিন ব্যাপী অনুষ্ঠানে সকল ভক্ত বৃন্দের পরিবার পরিজন ও স্ববান্ধব উপস্থিতি কামনা করছেন সরাইল বণিক পাড়া উৎসব পরিচালনা কমিটির দীন ভক্ত বৃন্দরা।