
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় একটি শার্টারগান ও দুই রাউন্ড গুলি সহ এক জনকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।গ্রেফতার কৃত ব্যক্তির নাম সেলিম হোসেন (৫২)। সে উপজেলার তেথুলিয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার তেথুলিয়া গ্রামে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে নারিকেল গাছের নিচে পুতে রাখা একটি কলসির মধ্যে থেকে একটি শার্টার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃত সেলিম কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।