
নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা সদরে কাজদিয়া ভ্যান স্টান্ড হতে আলাইপুর যাওয়ার পুরাতন রাস্তাটিতে বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে থাকতো। রাস্তায় যানবাহন ও জনসাধারনের চলাফেরা করতে সমস্যা হতো। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য সরকার নতুন করে রাস্তাটি সংস্কার ও দুই পাশে হেজিং করে রাস্তা বড় বানিয়েছে। এতে মানুষের চলাচলের সুবিধা সহ যানবহন চলাচলে সুবিধা হয়েছে। কিন্তু এই বর্ষা মৌসুমে এই রাস্তায় একটু বৃষ্টি হলেই কাজদিয়া বাজারের ভ্যান স্টান্ড হতে দিজেনের বাড়ি পযন্ত এবং হাফিজার এর বাড়ির সামনে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার স্বীকার হচ্ছে রাস্তায় চলাচল করা জনসাধারন। নতুন করে রাস্তাটি সংস্কারের আগে রাস্তার পানি নিস্কাশনের জন্য হাফিজারের বাড়ির সামনের রাস্তায় একটি ছোট কালভার্ড ছিলো এখান থেকেই পানি নিস্কাশন হতো কিন্তু নতুন করে রাস্তা সংস্কারের সময় কালভার্ডটির মুখ বন্ধ করে রাস্তা বড় বানানো হয়। এতে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া দিজেনের বাড়ির সামনে মুল রাস্তা থেকে রাস্তার হেজিং উচু হওয়ায় এখানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আর এই কারনে রাস্তার পাশে অবস্থিত কাজদিয়া বাজারের ব্যাবসায়ীদের প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতার কারনে তাদের মারাত্বক ক্ষতি হচ্ছে। ক্রেতাগন পানি ভেঙ্গে তাদের চাহিদা পুরন করছে। এবং রাস্তায় চলাচলকৃত যানবাহন সহ জনসাধারনের চলাচলে মারাত্বক ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই ব্যাপারে বাজারের ব্যাবসায়ী, রাস্তায় চলাচলকৃত পথচারি ও যানবাহনের চালকগন বলেন এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধার সৃষ্টি হয়। এর ফলে জনসাধারনের চলাচলে মারাত্বক অসুবিধা হয়। আমরা রূপসা উপজেলা প্রশাসন সহ সকল উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাজারের ব্যাবসায়ী সহ জনসাধারণ এই জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।