
স্টাফ রিপোর্টার
স্বাচিপ এর শান্তি সমাবেশ করা ডাক্তার আলী নুর বশির এখন কুমিল্লার সিভিল সার্জন হিসেবে পদায়ন হয়েছেন। এ নিয়ে ফেইসবুক এর বিভিন্ন গ্রুপ সমালোচনা শুরু হইছে।
জানা গেছ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ব্যানারে শান্তি সমাবেশ করা ডাক্তার আলী নুর বশির এখন কুমিল্লা জেলার সিভিল সার্জন।
কুমিল্লা জেলার নবনিযুক্ত এই সিভিল সার্জন প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মুরাদনগর কুমিল্লায় দায়িত্ব পালন করেছেন।
জাহিদুননবি নামের এক ফেইসবুক থেকে লিখা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে যেসব চিকিৎসক সরাসরি জড়িত হয়ে দেশের সূর্য সন্তান ও জনতার খুনি হাসিনাকে মদদ দিয়ে তাদের ছাড়া সাধারণ চিকিৎসকদের হয়রানি করবেন না। কিছু মীরজাফর ছাড়া এ বিজয় সবার। সাথে একটি ছবি সংযুক্ত করেছেন। যার নিচে লেখা ছিলো,ইয়েস বস।
বশির সাহেব দীন মোহাম্মদ স্যার এর মতো সাচিপের সমাবেশ এ অংশগ্রহণ করেও ড্যাব এর আশির্বাদপুষ্ট হয়ে এখন কুমিল্লার সিভিল সার্জন বনে গেছেন।
বিষয়টি নিয়ে কুমিল্লায় ডাক্তার সমাজ সহ বিভিন্ন মহলে নানানরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে ডাক্তার আলী নুর বশির এর বক্তব্য জানতে তার মোবাইলে কল করে পাওয়া যায়নি। পরে ওই মোবাইল এর হোয়াটসঅ্যাপ এ খুদে বার্তা পাঠিয়ে ও তার বক্তব্য পাওয়া যায়নি।