ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে ২৭ বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ Logo আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা বৃত্তি প্রদান Logo মুরাদনগরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ Logo রাঙ্গামাটিতে বেতার দিবস উদযাপন Logo নবম এশিয়ান শীতকালীন গেমস চীনা সভ্যতার সৌন্দর্য ও এশিয়ার এগিয়ে যাওয়ার শক্তি Logo ইসলামী ব্যাংক এমডি মনিরুল মাওলা’র অপসারণের দাবিতে বিক্ষোভ Logo জনগণ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক : গয়েশ্বর চন্দ্র রায় Logo শিক্ষাগুরু বিশ্বাস আব্দুর রহিম এর ১৭ তম মৃত্যু বার্ষিকী Logo পহেলা ফাল্গুন, ভালবাসা ও মাতৃভাষা দিবসে ছয় কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

স্বাধীনতা দিবসে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শন, প্রধান শিক্ষককে শোকজ

নড়াইলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শন করায় একটি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানের (শোকজ) নোটিশ দিয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। এ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উপজেলা প্রশাসনের চিঠি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিকী এক শিক্ষার্থীর ছবি পোস্ট করে চলছে নানা সমালোচনা।

গত ২৭ ফ্রেব্রুয়ারি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী সাক্ষরিত চিঠিতে জানা যায়,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ওই দিন সকালে মোল্লার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে “দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল’ নামের একটি বেসরকারি স্কুল ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ায উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

চিঠির বিষয়ে দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন বলেন, আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ডিসপ্লে প্রদর্শন করি। ডিসপ্লেটিতে বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া, নারী ফুটবলার-ক্রিকেটার সহ ১০ থেকে ১২ জন বিশিষ্ট নারীর প্রতিকৃতি শিক্ষার্থীদের মাধ্যমে প্রদর্শন করি আমরা।

তিনি আরও বলেন,পরদিন ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষরিত এক চিঠিতে ডিসপ্লে প্রদর্শনের ব্যাখা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমি চিঠির ব্যাখ্যায় দূঃখ প্রকাশ করে পরবর্তীতে দিবস অসঙ্গতিপূর্ণ এ ধরনের কার্যকলাপ
করবো না বলে অঙ্গিকার করেছি।

কেন এমন আয়োজন করেছিলেন এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন,মহান স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদের উপজেলা মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। এতটা ভেবে দেখিনি এটা স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিনা। সমাজে নারীদের ভূমিকা বুঝাতে এমন আয়োজন আমরা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। নারী জাগরণের ডিসপ্লেটি নারী দিবস বা অন্য দিবস সম্পর্কিত বিষয় অনুকূল হলেও স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে কারণ জানতে চাওয়া হয়েছিল।

প্রতীকী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রদর্শনের জন্য এমন চিঠি দিয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখানে তো শুধু বিএনপি নেত্রী খালেদা জিয়া নন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম রোকেয়াসহ নারী জাগরণের অনেক মহীয়সী নারীর প্রতীকী দিয়ে ডিসপ্লে করেছিল বিদ্যালয়টি। কোনো নির্দিষ্ট নেত্রীর কারণে নয়, স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে ২৭ বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

SBN

SBN

স্বাধীনতা দিবসে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শন, প্রধান শিক্ষককে শোকজ

আপডেট সময় ০৩:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

নড়াইলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভিন্নধর্মী ডিসপ্লে প্রদর্শন করায় একটি স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানের (শোকজ) নোটিশ দিয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। এ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উপজেলা প্রশাসনের চিঠি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিকী এক শিক্ষার্থীর ছবি পোস্ট করে চলছে নানা সমালোচনা।

গত ২৭ ফ্রেব্রুয়ারি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী সাক্ষরিত চিঠিতে জানা যায়,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ওই দিন সকালে মোল্লার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে “দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল’ নামের একটি বেসরকারি স্কুল ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ায উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

চিঠির বিষয়ে দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন বলেন, আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ডিসপ্লে প্রদর্শন করি। ডিসপ্লেটিতে বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া, নারী ফুটবলার-ক্রিকেটার সহ ১০ থেকে ১২ জন বিশিষ্ট নারীর প্রতিকৃতি শিক্ষার্থীদের মাধ্যমে প্রদর্শন করি আমরা।

তিনি আরও বলেন,পরদিন ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষরিত এক চিঠিতে ডিসপ্লে প্রদর্শনের ব্যাখা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমি চিঠির ব্যাখ্যায় দূঃখ প্রকাশ করে পরবর্তীতে দিবস অসঙ্গতিপূর্ণ এ ধরনের কার্যকলাপ
করবো না বলে অঙ্গিকার করেছি।

কেন এমন আয়োজন করেছিলেন এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন,মহান স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদের উপজেলা মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। এতটা ভেবে দেখিনি এটা স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিনা। সমাজে নারীদের ভূমিকা বুঝাতে এমন আয়োজন আমরা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। নারী জাগরণের ডিসপ্লেটি নারী দিবস বা অন্য দিবস সম্পর্কিত বিষয় অনুকূল হলেও স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে কারণ জানতে চাওয়া হয়েছিল।

প্রতীকী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রদর্শনের জন্য এমন চিঠি দিয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখানে তো শুধু বিএনপি নেত্রী খালেদা জিয়া নন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম রোকেয়াসহ নারী জাগরণের অনেক মহীয়সী নারীর প্রতীকী দিয়ে ডিসপ্লে করেছিল বিদ্যালয়টি। কোনো নির্দিষ্ট নেত্রীর কারণে নয়, স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছি।