ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইচ্ছে করে…সেন্টু রঞ্জন চক্রবর্তী

পাই যে আমি ব্যাথা
দুর্নীতিবাজ যখন বলে
নীতি নিয়মের কথা,
অবাক তখন হই
তারাই আবার শান্তির মুলে
টানে লাঙ্গল মই।

রক্ত আমার টগবগিয়ে উঠে
যখন শুনি চোরের মুখে
মিথ্যার খৈ ফুটে,
ইচ্ছে করে তখন
ঝাঁটাপেটায় তাড়িয়ে দিয়ে
মুখে ঘসি ঘুটে।

চরিত্রহীন সবার প্রিয়
ফুলের চাইতেও খাঁটি
যখন শুনি কানে,
ইচ্ছে করে দু ‘কান কেটে তার
কান কাটা নাম লিখে দেই
ছড়িয়ে সকলখানে।

(আগরতলা. . . ۔ 17.11/22)

আপলোডকারীর তথ্য

ইচ্ছে করে…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ০২:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

পাই যে আমি ব্যাথা
দুর্নীতিবাজ যখন বলে
নীতি নিয়মের কথা,
অবাক তখন হই
তারাই আবার শান্তির মুলে
টানে লাঙ্গল মই।

রক্ত আমার টগবগিয়ে উঠে
যখন শুনি চোরের মুখে
মিথ্যার খৈ ফুটে,
ইচ্ছে করে তখন
ঝাঁটাপেটায় তাড়িয়ে দিয়ে
মুখে ঘসি ঘুটে।

চরিত্রহীন সবার প্রিয়
ফুলের চাইতেও খাঁটি
যখন শুনি কানে,
ইচ্ছে করে দু ‘কান কেটে তার
কান কাটা নাম লিখে দেই
ছড়িয়ে সকলখানে।

(আগরতলা. . . ۔ 17.11/22)