ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র শীতের মধ্যে মোংলায় হঠাৎ বৃষ্টি

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

নতুন বছরের শুরুতেই দেখা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। এর পর থেকেই ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। এতে করে সারা দেশে শীতের মাত্রা আরও বেড়েছে। দেশব্যাপী এই তীব্র শীতের মধ্যেই মোংলা হঠাৎ বৃষ্টি।

এরই মধ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৫’টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। মোংলায় গত সপ্তাহেই বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে এক পশলা বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়তে শুরু করে শীতের তীব্রতা। রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজার’সহ অনেক দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুটপাতের প পথচারীদের । কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের ত্তরপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

তীব্র শীতের মধ্যে মোংলায় হঠাৎ বৃষ্টি

আপডেট সময় ১১:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

নতুন বছরের শুরুতেই দেখা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। এর পর থেকেই ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। এতে করে সারা দেশে শীতের মাত্রা আরও বেড়েছে। দেশব্যাপী এই তীব্র শীতের মধ্যেই মোংলা হঠাৎ বৃষ্টি।

এরই মধ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৫’টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। মোংলায় গত সপ্তাহেই বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে এক পশলা বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়তে শুরু করে শীতের তীব্রতা। রাতের এই বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব ফেলেছে। রাস্তার পাশে ফুটপাতের বাজার’সহ অনেক দোকানগুলো বন্ধ করে দোকানিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুটপাতের প পথচারীদের । কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের ত্তরপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।