ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দীঘিনালায় তথ্য গোপনের অভিযোগে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদের (দ্বিতীয় ধাপের) নির্বাচনে  দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে বাছাইপর্বে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া একই অভিযোগে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীরও মনোনয়ন বাতিল করা হয়েছে।

জানা যায়, দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং ধর্মজ্যোতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মো. মোস্তফা কামাল মিন্টু, মো. মজিবর ফরাজী, মো. সোলাইমান এবং সুসময় চাকমা। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান এবং বিলকিছ বেগম।

মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে প্রাথমিকভাবে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ধর্মজ্যোতি চাকমা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মজিবর ফরাজী ও সুসময় চাকমা। তবে, প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ধর্মজ্যোতি চাকমা জানান, তাঁর পাঁচটি মামলার মধ্যে দুইটি থেকে অব্যাহতি পেয়েছেন। অস্ত্র মামলাটি বর্তমানে চার্জ শুনানির অপেক্ষায়। এই তিনটি মামলার বিষয় হলফনামায় উল্লেখ করা হয়েছে। যে দুইটি মামলার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে সেই মামলা দুটিতেই চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল। তাই সেই মামলা দুইটির বিষয়ে তিনি হলফনামায় উল্লেখ করেন নাই; এটা ইচ্ছে করে তথ্য গোপন করা হয়নি বলেও দাবি করে ধর্মজ্যোতি জানান, বিষয়টি নিয়ে আপিল করার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

দীঘিনালায় তথ্য গোপনের অভিযোগে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

খাগড়াছড়ি প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদের (দ্বিতীয় ধাপের) নির্বাচনে  দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে বাছাইপর্বে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া একই অভিযোগে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীরও মনোনয়ন বাতিল করা হয়েছে।

জানা যায়, দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আলহাজ্ব মোহাম্মদ কাশেম এবং ধর্মজ্যোতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মো. মোস্তফা কামাল মিন্টু, মো. মজিবর ফরাজী, মো. সোলাইমান এবং সুসময় চাকমা। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান এবং বিলকিছ বেগম।

মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে প্রাথমিকভাবে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ধর্মজ্যোতি চাকমা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মজিবর ফরাজী ও সুসময় চাকমা। তবে, প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ধর্মজ্যোতি চাকমা জানান, তাঁর পাঁচটি মামলার মধ্যে দুইটি থেকে অব্যাহতি পেয়েছেন। অস্ত্র মামলাটি বর্তমানে চার্জ শুনানির অপেক্ষায়। এই তিনটি মামলার বিষয় হলফনামায় উল্লেখ করা হয়েছে। যে দুইটি মামলার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে সেই মামলা দুটিতেই চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল। তাই সেই মামলা দুইটির বিষয়ে তিনি হলফনামায় উল্লেখ করেন নাই; এটা ইচ্ছে করে তথ্য গোপন করা হয়নি বলেও দাবি করে ধর্মজ্যোতি জানান, বিষয়টি নিয়ে আপিল করার প্রস্তুতি চলছে।