ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নারী তুমি সুখের প্রতীক

নারী তুমি সুখের প্রতীক
শাহনাজ পারুল

নারী…তোমায় যে উজ্জ্বল অপরূপ
সৌন্দর্য দিয়েছে বিধাতা তাহা নিয়ে
গর্বিত তুমি এই ধরায়!

নারী তুমি কি জানো না ?

তোমার যৌবনে আছে উদ্দাম নিঃশ্বাস
তোমার সান্নিধ্যের মধ্যে আছে
পরম সুখ!

নারী তুমি আছো বলে এই
পৃথিবীর এত রূপ

নারী তোমার মায়াবী সেবার কাছে
তোমার প্রেমের কাছে
তোমার বীরত্বের কাছে
পুরুষের সিংহয়ী হৃদয়
আজীবন ঋণী

নারী তোমার কারণে শক্তি
সাহস পায় পুরুষ

অর্জিত বয়ে আনে বিজয়!!

নারী তোমার প্রেমে গর্বে আজীবন
মত্ত হয়ে থাকে পুরুষ!

তবুও তোমার মনে কেন এত
ভীরুতার হিম!

সূর্য যেমন নব জন্ম আনে
নতুন সকাল

পূর্ণজীবি হয়ে নারী তুমি
তেমন ভাবে জাগোও আলো!

দুঃখের দোদুল ইতিহাস
এর সাতকাহন দূর করে দাও
তোমার চিত্ত হতে!

কুরুক্ষেত্র,রণক্ষেত্র, পানিপথে,
পলাশীর রক্তের মত ঝরছে
এখন সোনার বাংলায়

জলের মতো মুছে দাও
তোমার ছোঁয়াতে।

আপন অঙ্কনএ সাহসী মনে
এগিয়ে চলো পুরুষের সাথে

নারী অনেক বেদনা ভরা
মাধুর্য ভরা তোমার জীবন

তবুও তুমি সুখের প্রতীক
এই পৃথিবীর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী তুমি সুখের প্রতীক

আপডেট সময় ০৫:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

নারী তুমি সুখের প্রতীক
শাহনাজ পারুল

নারী…তোমায় যে উজ্জ্বল অপরূপ
সৌন্দর্য দিয়েছে বিধাতা তাহা নিয়ে
গর্বিত তুমি এই ধরায়!

নারী তুমি কি জানো না ?

তোমার যৌবনে আছে উদ্দাম নিঃশ্বাস
তোমার সান্নিধ্যের মধ্যে আছে
পরম সুখ!

নারী তুমি আছো বলে এই
পৃথিবীর এত রূপ

নারী তোমার মায়াবী সেবার কাছে
তোমার প্রেমের কাছে
তোমার বীরত্বের কাছে
পুরুষের সিংহয়ী হৃদয়
আজীবন ঋণী

নারী তোমার কারণে শক্তি
সাহস পায় পুরুষ

অর্জিত বয়ে আনে বিজয়!!

নারী তোমার প্রেমে গর্বে আজীবন
মত্ত হয়ে থাকে পুরুষ!

তবুও তোমার মনে কেন এত
ভীরুতার হিম!

সূর্য যেমন নব জন্ম আনে
নতুন সকাল

পূর্ণজীবি হয়ে নারী তুমি
তেমন ভাবে জাগোও আলো!

দুঃখের দোদুল ইতিহাস
এর সাতকাহন দূর করে দাও
তোমার চিত্ত হতে!

কুরুক্ষেত্র,রণক্ষেত্র, পানিপথে,
পলাশীর রক্তের মত ঝরছে
এখন সোনার বাংলায়

জলের মতো মুছে দাও
তোমার ছোঁয়াতে।

আপন অঙ্কনএ সাহসী মনে
এগিয়ে চলো পুরুষের সাথে

নারী অনেক বেদনা ভরা
মাধুর্য ভরা তোমার জীবন

তবুও তুমি সুখের প্রতীক
এই পৃথিবীর।