ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গমাতা

বঙ্গমাতা
খ ম জাহাঙ্গীর হোসাইন

 

বঙ্গের কাছে ঋণী আমি বাংলা আমার মা,
বাংলাদেশের অজপাড়ায় ছোট্ট আমার গাঁ।

সবুজ শ্যামল গাঁও খানা মোর খালে বিলে ভরা,
আষাঢ় মাসের বাদল দিনে তালের ডিঙ্গায় চড়া।

টিনের চালে রিমিঝিমি ডোবায় টাপুর টুপুর,
জোয়ার ভাটার নদীর পানি বর্ষা এলেই পুকুর।

লাঙ্গল চড়ায় কৃষক মাঠে জেলে নদীর ঘাটে,
গুড়ের হাঁড়ি সবজি মাথায় কেউবা গাঁয়ের হাটে।

ভাদ্র মাসের ভরা দুপুর ধানের চারার ক্ষেতে,
ব্যস্ত কৃষক ডাকছে বধু যায়না তবু খেতে।

ফাগুন মাসের মনের আগুন দখিন হাওয়ায় এসে,
বাঁশের বাঁশি বাজায় রাখাল কৃষ্ণচূড়ায় ঘেসে।

কৃষাণ বধুর হাতে জাদু লাউয়ের ডগায় দোলে,
শীতের সকাল গরম ভাতে শিং মাগুরের ঝোলে।

খেজুর রসের পায়েসের স্বাদ ঘুমের শিশু তুলে,
স্নেহে ভরা মায়ের হাতের না যাই যেন ভুলে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গমাতা

আপডেট সময় ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

বঙ্গমাতা
খ ম জাহাঙ্গীর হোসাইন

 

বঙ্গের কাছে ঋণী আমি বাংলা আমার মা,
বাংলাদেশের অজপাড়ায় ছোট্ট আমার গাঁ।

সবুজ শ্যামল গাঁও খানা মোর খালে বিলে ভরা,
আষাঢ় মাসের বাদল দিনে তালের ডিঙ্গায় চড়া।

টিনের চালে রিমিঝিমি ডোবায় টাপুর টুপুর,
জোয়ার ভাটার নদীর পানি বর্ষা এলেই পুকুর।

লাঙ্গল চড়ায় কৃষক মাঠে জেলে নদীর ঘাটে,
গুড়ের হাঁড়ি সবজি মাথায় কেউবা গাঁয়ের হাটে।

ভাদ্র মাসের ভরা দুপুর ধানের চারার ক্ষেতে,
ব্যস্ত কৃষক ডাকছে বধু যায়না তবু খেতে।

ফাগুন মাসের মনের আগুন দখিন হাওয়ায় এসে,
বাঁশের বাঁশি বাজায় রাখাল কৃষ্ণচূড়ায় ঘেসে।

কৃষাণ বধুর হাতে জাদু লাউয়ের ডগায় দোলে,
শীতের সকাল গরম ভাতে শিং মাগুরের ঝোলে।

খেজুর রসের পায়েসের স্বাদ ঘুমের শিশু তুলে,
স্নেহে ভরা মায়ের হাতের না যাই যেন ভুলে।