ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ২০ কেজি গাঁজ’সহ আটক-২

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে ২০ কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মোল্লাহাটের গাড়ফা মিলু মোড় থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, লক্ষিপুর জেলার রায়যপুর থানার সাইচা (দালার বাজার) এলাককার ফরিদ ভূইয়ার ছেলে রাকিব হোসেন ও বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গার বুনিয়া গ্রামের হালিম সরকারের ছেলে নোমান সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাকিব হোসেন (২০) ও নোমান সরকার (২৮) ফেনী থেকে খুলনাগামী কমফোর্ট যাত্রীবাহী পরিবহনে যাত্রী বেশে মাদকের চালান নিয়ে আসছিল।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে জানতে পারে ফেনী থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের খুলনাগামী একটি বাসে যাত্রী বেশে মাদক নিয়ে মোল্লাহাট গাড়ফা মিলু মোড় এলাকায় নামবে।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট অংশের গাড়ফা মিলু মোড় এলাকায় অবস্থান নিয়ে কমফোর্ট পরিবহন থেকে নামা সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছে থাকা ট্রলি দু’টি ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিল।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোল্লাহাটে ২০ কেজি গাঁজ’সহ আটক-২

আপডেট সময় ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে ২০ কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মোল্লাহাটের গাড়ফা মিলু মোড় থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, লক্ষিপুর জেলার রায়যপুর থানার সাইচা (দালার বাজার) এলাককার ফরিদ ভূইয়ার ছেলে রাকিব হোসেন ও বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গার বুনিয়া গ্রামের হালিম সরকারের ছেলে নোমান সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাকিব হোসেন (২০) ও নোমান সরকার (২৮) ফেনী থেকে খুলনাগামী কমফোর্ট যাত্রীবাহী পরিবহনে যাত্রী বেশে মাদকের চালান নিয়ে আসছিল।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে জানতে পারে ফেনী থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি যাত্রীবাহী কমফোর্ট পরিবহনের খুলনাগামী একটি বাসে যাত্রী বেশে মাদক নিয়ে মোল্লাহাট গাড়ফা মিলু মোড় এলাকায় নামবে।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট অংশের গাড়ফা মিলু মোড় এলাকায় অবস্থান নিয়ে কমফোর্ট পরিবহন থেকে নামা সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছে থাকা ট্রলি দু’টি ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছিল।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।