
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । শনিবার (পাঁচ জুলাই) বিকাল চারটায় সোনাতলা বাজারে এ মানববন্ধন করা হয়।
জানা যায়, গত শুক্রবার উপজেলার নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের খ শাখার সাধারণ সম্পাদক হারুন বাসা থেকে ভ্যান যোগে বের হয়ে সোনাতলা বাজারের কাছে পৌঁছালে কিছু দুস্কৃতিকারীরা তার উপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি এবং দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে তাকে মারাত্মক জখম করে।
অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সঠিক তদন্ত পুর্বক ঘটনায় সাথে জড়িত দের সঠিক বিচারের আহবান জানান মানববন্ধন কারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সাঁথিয়া থানা পুলিশ তের জনকে গ্রেফতার করে।
বর্তমানে এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে।