ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা Logo বেইজিংয়ে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন Logo কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে কর্মশালা Logo চাকরী স্থায়ীকরণের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতী Logo ফরিদপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী রাজিব এখন বিদেশে Logo পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ২ Logo এমপিকে ওয়ার্ল্ড ওয়ার্ড নেতার হুমকি Logo বালিয়াকান্দিতে স্কুলে গিয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনার অভিযোগ Logo নরপশুর লাগাতার ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা Logo চীনে খাদ্যশস্যের উৎপাদনের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি
মোর্শেদা চৌধুরী এ্যানি

এই দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয়
কিন্তু নয়তো এই দিনটি বরণীয়,
এই দিনটি আমার জীবনে ফুটন্ত ফুলের মালা
তবে, গলায় গাঁথিলাম কন্টক জ্বালা।
এই দিনটি আমার জীবনে কিছুটা প্রশান্তির
তবে, ক্ষানিকটা কাটে অশান্তিতে,
এই দিনটি আমার জীবনে বসন্তের সু-বাতাস
তবে, জীবন কেটে যাচ্ছে অস্থিরে!
এই দিনটি আমার জীবনে পরম স্বাধীনতা
তবে, মন মানসিকতা পরাধীনতার,
এই দিনটি আমার জীবনে মানবিক মনোভাব
তবে, কিছুটা একতরফা একগুয়ে স্বভাব।
এই দিনটি আমার জীবনে সবুজ শ্যামল পাতা
তবে, শাখা প্রশাখা আঘাতে সাজানো,
এই দিনটি আমার জীবনে নিবিড় শ্বাসপ্রশ্বাস
তবে, সারাটা জীবন একা একা কাটানো।
এই দিনটি আমার জীবনে একটু পরশ ছোঁয়া
তবে, দুটি মনের অমিল সেতু বন্ধন,
এই দিনটি আমার জীবনে কল্পনার জগতে হারানো
তবে, দিনটি আমার দীর্ঘ পথের ক্রন্দন!
এই দিনটি আমার জীবনের যেনো ভুল ঠিকানা
তবে, নিশ্চিত ঘটতে পারে অকাল মৃত্যু,
এই দিনটি আমার জীবনে শীতের ঘন কুয়াশার চাদর
তবে, মৃত্যুর পর ফুটে উঠবে আসল সত্য!

আপলোডকারীর তথ্য

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি

আপডেট সময় ০৬:৪১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি
মোর্শেদা চৌধুরী এ্যানি

এই দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয়
কিন্তু নয়তো এই দিনটি বরণীয়,
এই দিনটি আমার জীবনে ফুটন্ত ফুলের মালা
তবে, গলায় গাঁথিলাম কন্টক জ্বালা।
এই দিনটি আমার জীবনে কিছুটা প্রশান্তির
তবে, ক্ষানিকটা কাটে অশান্তিতে,
এই দিনটি আমার জীবনে বসন্তের সু-বাতাস
তবে, জীবন কেটে যাচ্ছে অস্থিরে!
এই দিনটি আমার জীবনে পরম স্বাধীনতা
তবে, মন মানসিকতা পরাধীনতার,
এই দিনটি আমার জীবনে মানবিক মনোভাব
তবে, কিছুটা একতরফা একগুয়ে স্বভাব।
এই দিনটি আমার জীবনে সবুজ শ্যামল পাতা
তবে, শাখা প্রশাখা আঘাতে সাজানো,
এই দিনটি আমার জীবনে নিবিড় শ্বাসপ্রশ্বাস
তবে, সারাটা জীবন একা একা কাটানো।
এই দিনটি আমার জীবনে একটু পরশ ছোঁয়া
তবে, দুটি মনের অমিল সেতু বন্ধন,
এই দিনটি আমার জীবনে কল্পনার জগতে হারানো
তবে, দিনটি আমার দীর্ঘ পথের ক্রন্দন!
এই দিনটি আমার জীবনের যেনো ভুল ঠিকানা
তবে, নিশ্চিত ঘটতে পারে অকাল মৃত্যু,
এই দিনটি আমার জীবনে শীতের ঘন কুয়াশার চাদর
তবে, মৃত্যুর পর ফুটে উঠবে আসল সত্য!