ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন Logo মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল Logo বরুড়া উপজেলা নির্বাচনে প্রতিক পেলেন প্রার্থীরা Logo বাঘায় ফেন্সিডিলসহ গ্রফেতার একজন গ্রেফতার Logo হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার Logo সোনা রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল Logo বাঘাইছড়িতে বজ্রপাতে ১ নারী ও গবাদি পশুর মৃত্যু, আহত -৭ Logo বৈশ্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে Logo ইউরোপীয় কমিশন (ইসি)-র প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট সি বৈঠকে মিলিত হবেন Logo চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পর স্টিল প্ল্যান্টটি দ্রুত লাভজনক হয়

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি
মোর্শেদা চৌধুরী এ্যানি

এই দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয়
কিন্তু নয়তো এই দিনটি বরণীয়,
এই দিনটি আমার জীবনে ফুটন্ত ফুলের মালা
তবে, গলায় গাঁথিলাম কন্টক জ্বালা।
এই দিনটি আমার জীবনে কিছুটা প্রশান্তির
তবে, ক্ষানিকটা কাটে অশান্তিতে,
এই দিনটি আমার জীবনে বসন্তের সু-বাতাস
তবে, জীবন কেটে যাচ্ছে অস্থিরে!
এই দিনটি আমার জীবনে পরম স্বাধীনতা
তবে, মন মানসিকতা পরাধীনতার,
এই দিনটি আমার জীবনে মানবিক মনোভাব
তবে, কিছুটা একতরফা একগুয়ে স্বভাব।
এই দিনটি আমার জীবনে সবুজ শ্যামল পাতা
তবে, শাখা প্রশাখা আঘাতে সাজানো,
এই দিনটি আমার জীবনে নিবিড় শ্বাসপ্রশ্বাস
তবে, সারাটা জীবন একা একা কাটানো।
এই দিনটি আমার জীবনে একটু পরশ ছোঁয়া
তবে, দুটি মনের অমিল সেতু বন্ধন,
এই দিনটি আমার জীবনে কল্পনার জগতে হারানো
তবে, দিনটি আমার দীর্ঘ পথের ক্রন্দন!
এই দিনটি আমার জীবনের যেনো ভুল ঠিকানা
তবে, নিশ্চিত ঘটতে পারে অকাল মৃত্যু,
এই দিনটি আমার জীবনে শীতের ঘন কুয়াশার চাদর
তবে, মৃত্যুর পর ফুটে উঠবে আসল সত্য!

আপলোডকারীর তথ্য

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি

আপডেট সময় ০৬:৪১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

অনাকাঙ্খিত ১৭ই জানুয়ারি ২০০০খ্রি
মোর্শেদা চৌধুরী এ্যানি

এই দিনটি আমার জীবনে অত্যন্ত স্মরণীয়
কিন্তু নয়তো এই দিনটি বরণীয়,
এই দিনটি আমার জীবনে ফুটন্ত ফুলের মালা
তবে, গলায় গাঁথিলাম কন্টক জ্বালা।
এই দিনটি আমার জীবনে কিছুটা প্রশান্তির
তবে, ক্ষানিকটা কাটে অশান্তিতে,
এই দিনটি আমার জীবনে বসন্তের সু-বাতাস
তবে, জীবন কেটে যাচ্ছে অস্থিরে!
এই দিনটি আমার জীবনে পরম স্বাধীনতা
তবে, মন মানসিকতা পরাধীনতার,
এই দিনটি আমার জীবনে মানবিক মনোভাব
তবে, কিছুটা একতরফা একগুয়ে স্বভাব।
এই দিনটি আমার জীবনে সবুজ শ্যামল পাতা
তবে, শাখা প্রশাখা আঘাতে সাজানো,
এই দিনটি আমার জীবনে নিবিড় শ্বাসপ্রশ্বাস
তবে, সারাটা জীবন একা একা কাটানো।
এই দিনটি আমার জীবনে একটু পরশ ছোঁয়া
তবে, দুটি মনের অমিল সেতু বন্ধন,
এই দিনটি আমার জীবনে কল্পনার জগতে হারানো
তবে, দিনটি আমার দীর্ঘ পথের ক্রন্দন!
এই দিনটি আমার জীবনের যেনো ভুল ঠিকানা
তবে, নিশ্চিত ঘটতে পারে অকাল মৃত্যু,
এই দিনটি আমার জীবনে শীতের ঘন কুয়াশার চাদর
তবে, মৃত্যুর পর ফুটে উঠবে আসল সত্য!