
ঝিনাইদহ প্রতিনিধি
ফিরে এসো হে কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের অভিভাবক এম পি আনার। তোমার শুন্যতায় আজ ক্রীড়াঙ্গনের মাঠে হাহাকার। তোমার হাতে গড়া ক্রীড়া সংগঠন, ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়াবিদ খেলোয়ারেরা আজ অভিভাবক হারিয়ে এতিম হয়ে পড়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী নলডাঙ্গা ভ্থষনস্কুল মাঠ সন্মুখ সড়কে এ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অজিত ভট্টাচাষ্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, পৌর প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহুরুল ইসলাম, সাজেদুল হক লিটন, ক্রীড়া ফেডারেশনের সাখাওয়াৎ হোসেন ও কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক জামির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের প্রান ছিলেন এমপি আনার। তিনি যে কতটা জনপ্রিয় ছিল তা বলে বোঝানো যাবে না। তার মত একজন মানুষকে যারা প্রতিহিংসায় নৃশংশভাবে হত্যা করেছে তারা মানুষ নয়, নরপশু। যে বা যারা ওই নৃশংশ হত্যাকান্ড, অপহরনের ঘটনায় জড়িত তাদেরকে খুজে বের করে ফাসির দাবী জানাচ্ছি। সেই সাথেই এমপি আনার হত্যার সুষ্ট বিচার না হওয়া পর্ষন্ত অব্যাহত আন্দোলন চলবে বলে ঘোষনা দেন নেতৃবৃন্দরা।
মুক্তির লড়াই ডেস্ক : 



























