
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ নং চান্দপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে পাড়া মন্ডল ভোগ ভূমিহীন মানুষেরকে ঘর উপহার দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী ভূমিহীন আশ্রয় কেন্দ্র কটিয়াদীর উপজেলার ইউনিয়নের ভূমিহীন মানুষ জন্য আশ্রয় কেন্দ্রে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসমশ সভাপতির বক্তব্যে মোঃ জয়নাল উদ্দিন বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুদানের আমরা এ আশ্রয় কেন্দ্র পাওয়াতে আমরা আনন্দিত। তার পাশাপাশি আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। কটিয়াদী পাকুন্দিয়ার সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি সুদৃষ্টির পাশাপাশি ৪ নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রতি মাসে মাসে আমাদের খোঁজ খবর নেন। তিনি নিজে আশ্রয় কেন্দ্রে আসেন। বাংলাদেশ সরকারের কোনো অনুদান আসলে আমাদের আশ্রয় কেন্দ্রে এসে ঘরে নিজে হেঁটে পৌঁছে দিয়ে যাচ্ছেন। এই চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ, ইউপি সদস্য মজিবুর বলেন, আমরা এরকম একজন চেয়ারম্যানের পাশে থাকাই ইউনিয়নের এবং আমাদের ৮ নং ওয়ার্ডে ভালোভাবে কাজ করতে পারি। পাড়া মন্ডল ভোগ আশ্রয় কেন্দ্র থেকে মোছাঃ আকলিমা আক্তার (৩৫), স্বামী মোঃ সুজন (৪২) বলেন, আমাদের অভাব অনটনে দিন যায়। আমি এক জন সিএনজি চালক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ সরকার আমাদেরকে আশ্রয় কেন্দ্র উপহার দেন। আশ্রয় কেন্দ্রে পাড়া মন্ডলভোগ আমরা বসবাস করি। মোঃ সুজন মিয়া বলেন, আমার বড় মেয়ের বিয়ের জন্য আমার স্ত্রী আকলিমার হাতে১০ হাজার টাকা দেন ৪ নং চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ।