
মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলায় এবার ৪১০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গার্পূজা উদযাপনের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, গভর্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট বিজয় শংকর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সহ সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রণব কুমার সরকারসহ জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার কেন্দ্রীয় কমিটির ঘোষিত দু্র্গাপূজা উপলক্ষে আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয় নিয়ে সভায় ২৫ দফা দিক নির্দেশনা উপস্থাপন করেন।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে জানান, এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবেনা। দুর্গাপূজায় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।