ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বহুরূপী দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল আহমেদ’র দুর্নীতি রুখবে কে? Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা Logo বালিয়াডাঙ্গীতে পিকআপ ড্রাইভারের সহযোগিতায় ৩ ডাকাত আটক Logo কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি Logo কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo পবায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত Logo কটিয়াদী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo লাকসামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo ভাষা শহীদদের প্রতি রাজশাহী ডিআইজি শ্রদ্ধা Logo পাবনা জেলা পুনাক কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুরূপী দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল আহমেদ’র দুর্নীতি রুখবে কে?

SBN

SBN

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।