
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯ টার দিকে কিশোরগঞ্জ পৌর শহরের চর শোলাকিয়া বেপারি বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে পৌর শহরের চর শোলাকিয়া এলাকার বেপারি বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ। বাদল রহমান কিশোরগঞ্জে অনেকের পরিচিত মুখ হওয়ায় তার মরদেহটি সনাক্ত করতে কারো কোনো সমস্যা হয়নি। এর আগে শনিবার রাত ৮ টার দিকে বাসা থেকে বের হয়ে যায় বাদল রহমান। রাতে আর বাসায় ফেরেননি। পরদিন রোববার সকালে পুকুরের পানিতে ভাসছিল বাদল রহমানের মরদেহ।
নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, বাদল রহমান কে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আওয়ামীলীগ নেতা বাদল রহমানের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যু এই দুটি বিষয় মাথায় রেখে মাঠে কাজ করছে পুলিশ।