
ষ্টাফ রিপোর্টার
প্রগতিশীল রাজনৈতিক দল গণফ্রন্ট(মাছ মার্কা) বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন নং ২৫ এর চেয়ারম্যান কর আইনজীবী মোঃ জাকির হোসেন আর নেই। ঢাকাস্থ নিজ বাস ভবনে ১৩ জুন,বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টায় মৃত্যু বরণ করেন। তিনি ৭৭ বছর বয়সে আপোষহীন ব্যাক্তি জীবনে কোন অন্যায় বিরোধক ও সততায় রাজনৈতিক মহলে আলোকিত হয়ে সমাজে স্মৃতি হয়ে থাকবেন। ১৪ জুন আজিমপুর হানিফ মসজিদে বাদ জুম’আ জানাযা শেষে বুদ্ধিজিবী কবরস্থানে দাফন করা হবে। গণফ্রন্ট চেয়ারম্যান এর উপদেষ্টা মোঃ দুলাল মিয়া বৃহস্পতি বার থেকে ২ দিনের শোক প্রকাশে সর্বস্তরে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমে শুভাকাঙ্ক্ষী ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দোয়া মাগফিরাত কামনা করা যাচ্ছে। মৃত্যু কালে ৩ পুত্র ও ২ কন্যা,স্ত্রী রেখে যান।