ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন: চীনা মুখপাত্র

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বলেন, চীন গাজার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানায় এবং আশা করে, এই চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত হবে, গাজা স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করবে। গত (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, এ দফা সংঘর্ষ শুরু হলে চীন যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, বেসামরিক মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করেছে। চীন যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে সমর্থন জানায়। পাশাপাশি, চীন গাজায় অব্যাহতভাবে মানবিক সহায়তা দেবে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে অব্যাহত চেষ্টা করবে। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ গাজায় যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক পরিস্থিতি প্রশমন করতে পারবে।

সূত্র: তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন: চীনা মুখপাত্র

আপডেট সময় ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বলেন, চীন গাজার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানায় এবং আশা করে, এই চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত হবে, গাজা স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করবে। গত (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, এ দফা সংঘর্ষ শুরু হলে চীন যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে, বেসামরিক মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করেছে। চীন যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিকে সমর্থন জানায়। পাশাপাশি, চীন গাজায় অব্যাহতভাবে মানবিক সহায়তা দেবে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে অব্যাহত চেষ্টা করবে। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ গাজায় যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক পরিস্থিতি প্রশমন করতে পারবে।

সূত্র: তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।