
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বারিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের আঘাতে কামরুজ্জামান (৪৯) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পুলিশ ও স্বজনরা জানায়, রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে নিহত কামরুজ্জামান এর আপন ভাই জাকির হোসেনের সাথে জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে জাকির, কামরুজ্জামানকে আঘাত করে। এসময় প্রচন্ড রক্ত খরন হয়। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কামরুজ্জামান।
তবে জমি সংক্রান্ত জেরে মারপিটের ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরও ৫ জন। ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ২ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মারা যায় কামরুজ্জামান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, দিনাজপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা সেখানে আইনী কার্যক্রম শুরু করেছে। এছাড়াও আমরা বিষয়টি তদন্ত করছি।
মুক্তির লড়াই ডেস্ক : 






















