![](https://muktirlorai.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোডে আল্লার দান ইলেকট্রনিক্সে ভয়াবভ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে পুরাতন বাজার এলাকার কালীগঞ্জ থানা রোড সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন লাগার এ ঘটনা ঘটে।এ সসময় কালীগঞ্জ, কোটচাদপুর ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ সহ সকল ব্যবসায়ি ও সর্ব সাধারণের সহযোগিতায় তিন ঘন্টার চেষ্টার পর আগুন পুরোটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় আগুন নেভাতে গিয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয় স্থানীয় হাসপাতে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তেই মধ্যে আগুন তিনতলার এই ভবনে ছড়িয়ে পড়ে। এতে তিনতলা মার্কেট সহ আসপাশে আতংক ছড়িয়ে পড়ে। তিনতলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিক সহ অন্যরা।
ভবনের বসবাসকারী ও ব্যবসায়ীরা দ্রুত নিরাপদে আশ্রয় চলে যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে ও স্থানীয় ব্যসায়ীদের সহযোগিতায় প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনে পাশের দোকান মোল্লা ট্রেডার্সও কিছুটা ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ আল্লার দান ইলেকট্রনিক্সের মালিক মাসুদুর রহমান জানান, সকালে তিনি দোকানের সামনে এসে দেখতে পান ধোয়া উড়ছে তিনি আগুন লাগার ঘটনা বুঝতে পেরে সাহায্যের জন্য চিৎকার করলে অন্যরা আগুন নিভাতে এগিয়ে আসে ও ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিস স্থানীয়রা ও পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ আগুন নেভানোর কাজ শুরু করে। মুহুর্তের মধ্যে আগুন দোকানের চারিদিকে ছড়িয়ে পড়ে। দোকানের সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীর অনুমানিক প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা ও তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।