পুলিশের কনস্টেবল পদ ও সরকারি-বেসরকারি অধিদপ্তরে চাকুরি দেওয়ার নামে চাকুরী প্রত্যাশীদের কাছে ব্লাংক চেক ও ফাঁকা স্ট্যাম্প হাতিয়ে নেয়ায় প্রতারনার অভিযোগে ঠাকুরগাঁওয়ের সোলেমান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সামনে থেকে সোলেমান আলী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ওই উপজেলা পরিষদের মূল ফোটক সংলগ্ন সার ও কীটনাশক বিক্রেতা সোলেমান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় দোকানের ভেতরে থাকা বিভিন্ন জনের স্বাক্ষরিত ১৯ টি ১শ টাকা মুল্যের ফাঁকা স্ট্যাম্প, ১টি পঞ্চাশ টাকা মূল্যের ফাঁকা স্ট্যাম্প এবং আরো ১৭ টি চেকের পাতাসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করে।
পরবর্তিতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কোর্ট পুলিশ পরিদর্শক কার্যালয়ে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানায়,আসন্ন ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে সোলেমান। প্রতারণা করতেই বিভিন্ন ব্যক্তিকে লোভ দেখিয়ে চাকুরী দেওয়ার নামে চাকুরী প্রত্যাশীদের কাছে স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে আসছিল সে। এমন প্রতারণার অভিযোগেই তাকে আটক করা হয়।
সোলেমান বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার মহির উদ্দিনের ছেলে। আটক সোলেমানের বিরুদ্ধে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম।
পরে সন্ধ্যায় আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।