মোহাম্মদ আজগার আলী, দিনাজপুরঃ
কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী আলোচনা সভায় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।
প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে এবং আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম ও জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন।
সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, কারাবন্দীরা জেল থেকে বের হয়ে মাদকের কাছ থেকে দূরে থাকবেন, মাদক ব্যবসা, মাদক সেবন থেকে নিজে বাঁচবো, আমাদের সন্তানদের বাঁচাবো। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সকলে একসাথে কাজ করবো।