
মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিন শ্রীপুর বাচ্চা কবরস্থান নামক স্থান থেকে ১ কেজি গাঁজা সহ নারী ও কিশোর গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে মুন্সিরহাটের দিকে আসা একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় গাড়িতে থাকা রুবীনা আক্তার জোনাকি ও মুক্তার হোসেন রহিম নামে দুজনকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয় স্বীকার করলে, তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
জানা গেছে, গাজাঁসহ আটককৃত রুবীনা আক্তার জোনাকি (২৮), দরবারপুর ইউনিয়নের আব্দুল খালেকের মেয়ে এবং মুক্তার হোসেন রহিম (২৩), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দির বাসিন্দা।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজীর মুন্সিরহাটের বাচ্চা কবরস্থান এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক নারী ও কিশোরকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে ফুলগাজী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মুক্তির লড়াই ডেস্ক : 
























