ডেস্ক রিপোর্টঃ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মঞ্চ প্রস্তুত। সেই মঞ্চ রাঙাতে প্রস্তুত জাদুকর লিওনেল মেসি ও তরুণ গতিমানব কিলিয়ান এমবাপ্পে। এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগে নানা পরিসংখ্যান নিয়ে চলছে আলোচনা। ভক্তরাও মেতে আছেন সেগুলো নিয়ে। আর্জেন্টিনা-ফ্রান্স এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ১২ ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ছয়টি, ফ্রান্সের তিনটি এবং বাকি তিনটি ড্র।
১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ৯টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। সেটি হবে তাঁদের মধ্যকার ১৩তম ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে দুদলের। দুবার জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা। ফ্রান্স জিতেছে একটিতে। গত বিশ্বকাপের শেষ দ্বিতীয় পর্বে ৪-৩ গোলে জয় পেয়েছিল কিলিয়ান এমবাপ্পের দল।
বিশ্বকাপে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল। ফ্রান্স খেলছে চতুর্থবারের মতো। উভয় দল চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
আর্জেন্টিনা শিরোপা জয়ের স্বাদ পায় ১৯৭৮ ও ১৯৮৬ সালে। ফ্রান্স ১৯৯৮ সালের পর দ্বিতীয় শিরোপা জেতে ২০১৮ বিশ্বকাপে।
১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে ব্রাজিল টানা ফাইনাল খেলে। এরপর প্রথম দল হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনাল খেলছে ফ্রান্স। ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ফরাসিদের সামনে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুই শিরোপা জেতে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। গত আসরে এমবাপ্পের গেল ছিল চারটি। বিশ্বকাপে দুই আসরে ১৩ ম্যাচ খেলে এমবাপ্পের গোলসংখ্যা ৯টি। অন্যদিকে ৫টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলা মেসির গোল ১১টি।