
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” স্লোগানকে সামনে রেখে বরুড়ার অসহায় মানুষকে বিনা ফিতে আইনী সেবা সংগঠন লিগ্যাল প্রটেকশন ফর বরুড়াজ হেল্পলেস পিপল (এল পি বি এইচ পি) এর উদ্যোগে অ্যাড. জয়নাল মাযহারী ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় বরুড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে হযরত মোহাম্মদ (দঃ) এর আদর্শিক জীবনী শীর্ষক শিরোনামে বরুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক শিক্ষার্থীর অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই ২৩ ইং সকাল নয় ঘটিকায় কুইজের উপর স্পেশাল লেকচারের মাধ্যমে প্রথম সেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বরুড়ার শীর্ষ স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ২য় সেশনে শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট কুমিল্লার বিশিষ্ট আইনজীবি অ্যাড. জয়নাল আবেদীন মাযহারীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের তৃতীয় সেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সমাজ কর্মী শাকিলা জামানের উপস্থাপনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: ফরিদ উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ হুমায়ন কবির মাসউদ, কুমিল্লা কমার্স কলেজ, মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী, অধ্যক্ষ রাচিয়া বাগবের আলিয়া মাদ্রাসা, মাওলানা মোঃ আবুল হাসান প্রভাষক কাজকামতা আলিম মাদ্রাসা, সহকারী কৃষি অফিসার রবিউল আলতাফ, ঝলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক, চান্দিনা বরুড়া গার্ডেনার্স এসোসিয়েশনের সমন্বয়ক মিতুল রায়হান, দেন্নাগরেরর কবি মোঃ সোহেল রানা প্রমূখ সহ বিপুল ভলান্টিয়ার। আলোচনা শেষে অতিথি শিক্ষক ও ভলানন্টিয়ারদের মাঝে চুইঝাল, বরই, ক্যাকটাস ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা উপহার দেওয়া হয়। কুইজে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৯০০ উন্নত জাতের বরই গাছ ও চুইঝালের কলম বিতরন শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অ্যাড. জয়নাল মাযহারী ফাউন্ডেশনের পরিচালক জয়নাল মাযহারী এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় মত ব্যক্ত করেন।