
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পাঁচ দিন পরে গুলশানের বাস ভবনে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতাল থেকে গুলশানের ফিরোজার উদ্দেশে বের হন তিনি।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান।