
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় আজ ৩০ জুলাই রবিবার বিকাল ৪ টায় বরুড়া পৌরসদর বাজারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপির নির্দেশে বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ।এই সময় বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার মেয়র ও বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের নেতা আক্তারুজ্জামান বাবু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল সামাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কাউসার, সাবেক ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ লিপন খন্দকার,বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জামাল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব সাবেক এজিএস শাহজাহান, পৌরসভার আহ্বায়ক মামুনু, সদস্য সচিব রাকিব হাসান রকি, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন মজুমদার,সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শাহীন, পৌরসভার সভাপতি বাউজিদ বোস্তামী, সাধারণ সম্পাদক রাসেল, ছাত্রলীগ নেতা রনি, মনির, আক্তার, রিহানা, সাগর, দুলাল প্রমুখ।
এই সময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন গতকাল শনিবার ঢাকার প্রবেশপথ গুলোতে পুলিশের অনুমতি ছাড়া অবরোধ করে মানুষের জানমালের ক্ষতি সাধন করতে চেষ্টা করে যা পুরো জাতি দেখেছে তারা আবার আগুন সন্ত্রাসে নেমেছে।