ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার Logo স্যান্ড্রা ফুডের ব্র্যাড অ্যাম্বাসেডর হলেন সূচনা Logo রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা Logo লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক-২ Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo আমাদের উচিৎ বন্ধুত্ব লালন করা : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং Logo চীনের অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অনুপ্রাণিত করেছে :‘ওয়াকিং ইন চায়না’ ইভেন্ট Logo সিএমজি রাশিয়া-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে Logo মস্কোর ক্রেমলিনে সি-পুতিন বৈঠক Logo মায়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ পাচারকারী আটক

বেতন বৃদ্ধির দাবিতে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ধর্মঘট

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান; দাবি তাদের বেতন বৃদ্ধির। তাদের আক্ষেপ: বছরের পর বছর মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন মাত্র ২০ হাজার টাকা, যা দিয়ে জীবনযাপন কোনোভাবেই সম্ভব হচ্ছে না।শনিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।আন্দোলনরত চিকিৎসকরা বেতনভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে কর্মবিরতিতে নামেন।‘পেটে ক্ষুধা নিয়ে সেবা দেব কীভাবে?’- এভাবেই বলে ওঠেন আন্দোলনরত চিকিৎসক ডা. বেনজির বেলাল খান। তিনি বলেন, ট্রেইনি হিসেবে দু-বছর হয়ে গেছে। এই আন্দোলন চলছে তিন বছর ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এই ভাতা দেন তাদের। ২০১২ সাল থেকে তাদের ভাতা দেয়া শুরু হয়। তখন তাদের ভাতা দেয়া হতো ১০ হাজার টাকা। এই ভাতা পরবর্তীকালে ২০১৬ সালে ২০ হাজার করা হয়। কিন্তু তা আরও বাড়ানোর আশ্বাস দিলেও এখনও বাড়াচ্ছে না। দ্রব্যমূল্যের এই বাজারে ২০ হাজার টাকা দিয়ে চলা কোনোভাবেই সম্ভব নয়।
দাবি মানা না পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না বলে জানান তিনি।
আন্দোলনরত আরেক চিকিৎসক ডা. মো. ইব্রাহীম শুভ বলেন, আমাদের প্রায় প্রত্যেকেরই পরিবার আছে। কারো স্বামী-সন্তান, কারো স্ত্রী রয়েছে। ২০ হাজার টাকায় কোনোভাবেই পরিবার চালানো সম্ভব হয়ে ওঠে না। একটা সভ্য দেশে ডাক্তার তখনই মাঠে নামেন যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না ২০ হাজার টাকায় চলতে।
অবস্থান ধর্মঘটের শুরুতেই পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি ডা. জাবিরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

SBN

SBN

বেতন বৃদ্ধির দাবিতে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ধর্মঘট

আপডেট সময় ০৪:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান; দাবি তাদের বেতন বৃদ্ধির। তাদের আক্ষেপ: বছরের পর বছর মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন মাত্র ২০ হাজার টাকা, যা দিয়ে জীবনযাপন কোনোভাবেই সম্ভব হচ্ছে না।শনিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।আন্দোলনরত চিকিৎসকরা বেতনভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে কর্মবিরতিতে নামেন।‘পেটে ক্ষুধা নিয়ে সেবা দেব কীভাবে?’- এভাবেই বলে ওঠেন আন্দোলনরত চিকিৎসক ডা. বেনজির বেলাল খান। তিনি বলেন, ট্রেইনি হিসেবে দু-বছর হয়ে গেছে। এই আন্দোলন চলছে তিন বছর ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এই ভাতা দেন তাদের। ২০১২ সাল থেকে তাদের ভাতা দেয়া শুরু হয়। তখন তাদের ভাতা দেয়া হতো ১০ হাজার টাকা। এই ভাতা পরবর্তীকালে ২০১৬ সালে ২০ হাজার করা হয়। কিন্তু তা আরও বাড়ানোর আশ্বাস দিলেও এখনও বাড়াচ্ছে না। দ্রব্যমূল্যের এই বাজারে ২০ হাজার টাকা দিয়ে চলা কোনোভাবেই সম্ভব নয়।
দাবি মানা না পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না বলে জানান তিনি।
আন্দোলনরত আরেক চিকিৎসক ডা. মো. ইব্রাহীম শুভ বলেন, আমাদের প্রায় প্রত্যেকেরই পরিবার আছে। কারো স্বামী-সন্তান, কারো স্ত্রী রয়েছে। ২০ হাজার টাকায় কোনোভাবেই পরিবার চালানো সম্ভব হয়ে ওঠে না। একটা সভ্য দেশে ডাক্তার তখনই মাঠে নামেন যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না ২০ হাজার টাকায় চলতে।
অবস্থান ধর্মঘটের শুরুতেই পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি ডা. জাবিরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন।