ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরাদনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গ্রেফতার Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন Logo রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত Logo যৌথভাবে মানবজাতির আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে হবে : চিন পিংয়ের শীর্ষক প্রবন্ধ Logo ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি উচ্চতর রাজনৈতিক প্রজ্ঞার দর্শন Logo চীন দর্শনীয় স্থান পর্যটকদের জন্য মানবিক রোবট চালু করেছে Logo চীনা প্রেসিডেন্টের রাশিয়া সফর Logo চীনের ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান Logo যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কারোপ আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য শৃঙ্খলা লঙ্ঘন করেছে Logo আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তী

ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ছবি ছিড়েফেলেন ও মঞ্চে হামলাকারি প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা।

শনিবার (৩১জুলাই) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ১১টা সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ-২০২৩ ইউনিয়ন পর্যায়ে খেলা চলাকালীন সময় তিনি এ অপ্রীতিকর ঘটনা ঘটান বলে দাবি করেন ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দর রহমান।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের সকাল ১১ টার দিকে খেলা চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে আসেন। তিনি ফুটবল খেলা বন্ধ করতে বলেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ এবং মঞ্চে থাকা তিন জন উপজেলা সহকারি শিক্ষা অফিসারের সাথে খারাপ আচরন করেন। তাদের মাঠ থেকে বের হয়ে যেতে বলেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দেন। অবিলম্বে খেলা বন্ধের নির্দেশ দেন। তিনি আরো বলেন, কার অনুমতিতে মাঠে খেলা চলতেছে। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বললে তিনি আরো রেগে গিয়ে বলেন, আমার মাঠ, এটা ইউএনও র বাবার মাঠ না। মঞ্চে সাজানো চেয়ার টেবিল ফেলেদেন ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আমি নিজে প্রধান শিক্ষককে অবহতি করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গ্রেফতার

SBN

SBN

ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় ০৪:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর ছবি ছিড়েফেলেন ও মঞ্চে হামলাকারি প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা।

শনিবার (৩১জুলাই) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ১১টা সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ-২০২৩ ইউনিয়ন পর্যায়ে খেলা চলাকালীন সময় তিনি এ অপ্রীতিকর ঘটনা ঘটান বলে দাবি করেন ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দর রহমান।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের সকাল ১১ টার দিকে খেলা চলাকালীন সময় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন ও কতিপয় শিক্ষক প্রায় ৭০/৮০ জন শিক্ষার্থী নিয়ে মঞ্চের কাছে আসেন। তিনি ফুটবল খেলা বন্ধ করতে বলেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ এবং মঞ্চে থাকা তিন জন উপজেলা সহকারি শিক্ষা অফিসারের সাথে খারাপ আচরন করেন। তাদের মাঠ থেকে বের হয়ে যেতে বলেন এবং তুচ্ছতাচ্ছিল্য করে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দেন। অবিলম্বে খেলা বন্ধের নির্দেশ দেন। তিনি আরো বলেন, কার অনুমতিতে মাঠে খেলা চলতেছে। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বললে তিনি আরো রেগে গিয়ে বলেন, আমার মাঠ, এটা ইউএনও র বাবার মাঠ না। মঞ্চে সাজানো চেয়ার টেবিল ফেলেদেন ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আমি নিজে প্রধান শিক্ষককে অবহতি করেছি এবং তাকে সহযোগিতা করতে বলেছি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে।