
মোঃ ওয়াহিদ:
বাংলাদেশ রেলওয়ের ঢাকা হইতে কিশোরগঞ্জ ও মানিক খালী রেল স্টেশনের ও বড় মাস্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোঃ আরিফুল হক ভূঁইয়া । তিনি সংবাদকর্মীকে জানান ২০২৩ সাল হইতে ২০২৪ সাল পর্যন্ত মানিক খালী রেল স্টেশনের বড় মাস্টার ও ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে ,
আরো বলেন কটিয়াদী উপজেলার সকল পেশাজীবী মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে ও সততার মাধ্যমে এক বছর হয়েছে এবং
, কিশোরগঞ্জ হইতে ঢাকা তিনটি ট্রেন চলাচল অবস্থায় তিন টি ট্রেনের সময়সূচী ও নাম এগারসিন্দুর প্রভাতী ও টিকেট সংখ্যা হচ্ছে ৪৯ টি । এগারসিন্দুর গোধূলী টিকেট ৮৪ টি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস টিকেট ৩৫ টি। তিনটি ট্রেনের সর্ব মোট টিকেট সংখ্যা ১৬৮ টি । ৩৬ শে জুলাই ছাত্র আন্দোলনের পর বাংলাদেশ পরিবর্তন হওয়ায় নতুন বাংলাদেশ গড়তে মানিক খালী রেলস্টেশনের টিকেটের সময়সূচি ঘোষণা করা হয়েছে যাতায়াতের একদিন আগে সকাল ৯ ঘটিকার সময় লাইনের মাধ্যমে ও আইডি কার্ডের মাধ্যমে টিকেট বুক করানো হয়। এতে জনসাধারণ মানুষ,টিকেট পেয়ে যাচ্ছেন । এই সময় লাইনের মাধ্যম থেকে এক জন বক্তব্য রাখেন ।
বাংলাদেশ রেলওয়ে টেনের টিকেট সঠিক মূল্য দিয়ে টিকেট পাচ্ছি ,১৩৫ থেকে ১৪০ টাকা এবং অনলাইন কম্পিউটার মানিক খালী না থাকায় হাতে লেখা টিকেট থাকায় এখনো জনসাধারণ মানুষ টিকেট পেয়ে যাচ্ছেন । মানিক খালী রেলস্টেশনের ইনচার্জ আরিফ হক ভূঁইয়া থাকায় আমরা সঠিক ভাবে টিকিট পেয়ে যাচ্ছি এবং মানিক খালী রেলস্টেশনে টিকেট কালোবাজারি হচ্ছে না বলে জানান সাধারণ মানুষ । পরে রেল স্টেশন মাস্টার আরিফ হক ভূঁইয়া বলেন, একজন একটি আইডি কার্ডের ভিত্তিক দুইটা টিকেটের বেশি দেওয়া হবে না ও মানিক খালী রেল স্টেশন থেকে টিকেট নিয়ে যদি কোনো সাধারণ মানুষের কাছে অতিরিক্ত বেশি টাকা নিয়ে টিকেট বিক্রি করে থাকে তাহলে পুলিশ হাতে তুলে দেওয়া হবে