মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (২৭ ডিসেম্বর) উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী।
উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ, মুরাদনগর সদর ইউনিয়নের আনসার কমান্ডার মোঃ আক্তার হোসেন, বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন মুরাদনগর সদর ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী নুরজাহান বেগম। এসময় উপজেলার সকল আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, কাজের সফলতা হিসাবে আনসার ও ভিডিপি সদস্যদেরকে বাইসাইকেল, ছাতা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সংবাদ শিরোনাম
মুরাদনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- ২৩৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ