
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগরে মাদ্রাসার ছাত্রীকে যৌন হায়রানীর অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার দীঘির পাড় দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক রোয়াচালা গ্রামের মৃতঃ ইউসুফ খাঁনের ছেলে আইয়ূব খাঁনকে বহিষ্কার করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী।
এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা সভাপতি মোঃ বাহার খাঁন, দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ মাহবুব আলম, সাদেকুর রহমান মিন্টু, মহিলা সদস্য জেসমিন, মিজানুর রহমান, সাবেক ইউপির সদস্য মোঃ মনির মোল্লাসহ দীঘিরপাড়, বিষ্ণপুর, রোয়াচালা, পাজির পাড় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককের বহিষ্কারের দাবীতে
বিক্ষোভ মিছিল করে।
মাদ্রাসা পিন্সিপাল একে এম ইয়াহিয়া খাঁন বলেন, শিক্ষক আয়ূব খানের বিরুদ্ধে ৯ জন শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসা সভাপতি মোঃ বাহার খাঁন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
পুলিশ এসে শিক্ষার্থীদেরকে বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল বন্ধ করে। মানবিক কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী বলেন, ছাত্রী যৌন হয়রানি অভিযোগ পেয়ে দীঘির পাড় দাখিল মাদ্রাসা গিয়ে ছাত্রী ও অভিযুক্ত শিক্ষক আইয়ূব খানের কথা শুনি, শিক্ষক আইয়ূব খাঁন সেচ্ছায় চাকুরী থেকে অব্যহতি নিয়েছে।