ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা Logo লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক-২ Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo আমাদের উচিৎ বন্ধুত্ব লালন করা : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং Logo চীনের অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অনুপ্রাণিত করেছে :‘ওয়াকিং ইন চায়না’ ইভেন্ট Logo সিএমজি রাশিয়া-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে Logo মস্কোর ক্রেমলিনে সি-পুতিন বৈঠক Logo মায়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ পাচারকারী আটক Logo পলাশবাড়ী এলজিইডি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লায় জামায়াতে ইসলামী কর্তৃক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

মেজর অব. রাশেদ খান সিনহার ৩য়-তম শাহাদাৎ বার্ষিকী আজ

ভুলে গেছেন? সেই মানুষটির কথা। যেই মানুষটি নিজের জীবন দিয়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছেন।
বলেছিলাম কুখ্যাত খুনি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ নামক অন্ধকার বাহিনীর হাতে নৃশংসভাবে খুনের শিকারে শহীদ হওয়া অব. মেজর রাশেদ খান সিনহার কথা।
মেজর অব. রাশেদ খান সিনহার ৩য়-তম শাহাদাৎ বার্ষিকী আজ।২০২০ সালের ৩১ জুলাই রাত ৯ টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।

দঃখের বিষয় যে, আজ তিনটি বছর বিগত হয়ে গেলেও বিচার কার্যকর হয়নি প্রদীপ সহ তার গুন্ডা বাহিনীর। আমরাও সময়ের সাথে সাথে ভুলে যেতে শুরু করেছিলাম। তা কি হতে দেওয়া যায় , আজ একজন মেজর হত্যার যদি সঠিক বিচার না হয় তাহলে আপনি আমি কে? একবার ভাবুন! প্রদীপ শুধু একজন কে নয় প্রায় দু’শ জনের উর্ধে মানুষ খুন করেছে। শত, শত কোটি টাকা আত্মসাৎ করে অন্য রাষ্ট্রে পাচার করেছে। সব কিছু প্রমান হওয়ার পরেও যদি তিন বছরেও বিচার কার্যকর না হয়, তাহলে বলুন বিচার ব্যবস্থাকে কি বলে ধন্যবাদ জানাবো!

-আত্নার অবমাননা আর মানুষ্যত্বের লাঞ্ছনার জন্য একটি জাতির জীবনে অশেষ দুর্ভাগ্য ও দুর্দশা নেমে আসে। এই জন্য দেশ ও জাতির কল্যাণে এবং উন্নতিতে আত্নার মুক্তি প্রয়োজন। এ লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সকল প্রকারের ভয়ভীতি, লজ্জা, নিষ্পেষণ ও যন্ত্রণাকে দূরে ঠেলে দিয়ে জীবন- সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। তাহলেই জাতির মুক্তি ও আলোর পথ উম্মুক্ত হবে।

দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা বাড়ানোর জন্য দ্রুত প্রদীপ সহ তার গুন্ডা বাহিনীর ফাঁসি চাই।

প্রতিবাদে,
খুনি প্রদীপের রোষানলের শিকার
সংবাদকর্মী, মোঃ সোহেল চৌধুরী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা

SBN

SBN

মেজর অব. রাশেদ খান সিনহার ৩য়-তম শাহাদাৎ বার্ষিকী আজ

আপডেট সময় ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

ভুলে গেছেন? সেই মানুষটির কথা। যেই মানুষটি নিজের জীবন দিয়ে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছেন।
বলেছিলাম কুখ্যাত খুনি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ নামক অন্ধকার বাহিনীর হাতে নৃশংসভাবে খুনের শিকারে শহীদ হওয়া অব. মেজর রাশেদ খান সিনহার কথা।
মেজর অব. রাশেদ খান সিনহার ৩য়-তম শাহাদাৎ বার্ষিকী আজ।২০২০ সালের ৩১ জুলাই রাত ৯ টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।

দঃখের বিষয় যে, আজ তিনটি বছর বিগত হয়ে গেলেও বিচার কার্যকর হয়নি প্রদীপ সহ তার গুন্ডা বাহিনীর। আমরাও সময়ের সাথে সাথে ভুলে যেতে শুরু করেছিলাম। তা কি হতে দেওয়া যায় , আজ একজন মেজর হত্যার যদি সঠিক বিচার না হয় তাহলে আপনি আমি কে? একবার ভাবুন! প্রদীপ শুধু একজন কে নয় প্রায় দু’শ জনের উর্ধে মানুষ খুন করেছে। শত, শত কোটি টাকা আত্মসাৎ করে অন্য রাষ্ট্রে পাচার করেছে। সব কিছু প্রমান হওয়ার পরেও যদি তিন বছরেও বিচার কার্যকর না হয়, তাহলে বলুন বিচার ব্যবস্থাকে কি বলে ধন্যবাদ জানাবো!

-আত্নার অবমাননা আর মানুষ্যত্বের লাঞ্ছনার জন্য একটি জাতির জীবনে অশেষ দুর্ভাগ্য ও দুর্দশা নেমে আসে। এই জন্য দেশ ও জাতির কল্যাণে এবং উন্নতিতে আত্নার মুক্তি প্রয়োজন। এ লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সকল প্রকারের ভয়ভীতি, লজ্জা, নিষ্পেষণ ও যন্ত্রণাকে দূরে ঠেলে দিয়ে জীবন- সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। তাহলেই জাতির মুক্তি ও আলোর পথ উম্মুক্ত হবে।

দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা বাড়ানোর জন্য দ্রুত প্রদীপ সহ তার গুন্ডা বাহিনীর ফাঁসি চাই।

প্রতিবাদে,
খুনি প্রদীপের রোষানলের শিকার
সংবাদকর্মী, মোঃ সোহেল চৌধুরী।