যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কোতয়ালি থানা চাঁচড়া ফাঁড়ী সাজিয়ালী ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা গত ১২ ঘন্টা ব্যবধানে আলাদা অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার খড়িডাঙ্গা (চোরের রাস্তা ১১ ঘর মহল্লা সরকারী খাসজমিতে বসবাস করে মৃত রুহুল্ আমিন মোড়লের ছেলে ইব্রাহিম হোসেন মোড়ল, সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শুকুর অলীর ছেলে আলামিন বিশ্বাস,একই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মুরাদ ও সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়ার হারুন শেখ এর ছেলে সাগর শেখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা চারটি মামলা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১০ টায় গোপন সূত্রে খবর পান শেখহাটি আদর্শপাড়া শহিদুলের দোকানো গলি হাজী সাহেবের বাড়ির সামনে মাটির রাস্তার উপর এক যুবক ইয়াবা বেচাকেনার অবস্থান করছে। উক্ত খবরের ভিত্ততে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা উল্লেখিতস্থানে অভিযান অভিযান চালায়