
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার পুটিমারী বিলে ডোমরা চন্দনশ্রী যুব কল্যাণ সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ২৮ জুন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিব। ইউপি সদস্য আঃ সালাম শেখের সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, সমর কুমার কুন্ডু, সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবু আসলাম শেখ, সাধারণ সম্পাদক শেখ আঃ সবুর, সহকারী ভুমি এসোসিয়েশনের সভাপতি আবুল বাশার হাওলাদার, শ্রীফলতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নকিব ইকবাল, আনিসুর রহমান বাবু, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম। ইউপি সদস্য মোল্লা জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হীরণ আহম্মেদের সঞ্চালনায় বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, ইটভাটা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ জামাল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমলাক মল্লিক, মাহাবুর শেখ, প্রিন্স শেখ, কালাম শেখ, খায়রুজ্জামান সজল, শরিফুল মল্লিক, ইউপি সদস্য রাবেয়া সুলতানা, লিপিকা রাণী দাস, শরিফুল ইসলাম প্রমুখ। তাছাড়া হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিয্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার হাজারো ও মানুষ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে খুলনা টাইগার, দ্বিতীয় হয়েছে অভয় নগর আলম ডাঙ্গার রাকিবের ঘোড়া এবং তৃতীয় হয়েছে অভয় নগরের তকির মোল্লার ঘোড়া। বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ।
ভিডিও পাঠান
Show quoted text