ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শান্তির বৃষ্টি ঝড়ুক

Oplus_131072

শান্তির বৃষ্টি ঝড়ুক
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত

 

চারিদিকে অশান্ত গরম,
দামালরা উঠে পড়ে লাগে,
ঠান্ডা হাওয়া বওয়ানোর জন্য।

ঠান্ডা হাওয়ার জন্যই
গরম রোষ ওঠে,
মানুষের মানসিকতা গরম বাধে।

এক শান্তির বৃষ্টি নামুক,
সমস্ত শান্ত করবে যা,
মানসিকতা মিস্টি করবে,
পথ ঘাট নদী নালা সব শান্ত করবে,
প্রতিটি মানুষ শান্তি অনুভব করবে।

শান্তির বৃষ্টি সমস্ত অশান্তিকে ধুয়ে দেবে,
ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অরাজকতাকে,
হিংসা সরিয়ে মধু তৈরী করবে,
মনের মরুভূমিতে শান্তির জলে ভিজিয়ে রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ প্রকল্প

SBN

SBN

শান্তির বৃষ্টি ঝড়ুক

আপডেট সময় ০১:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

শান্তির বৃষ্টি ঝড়ুক
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত

 

চারিদিকে অশান্ত গরম,
দামালরা উঠে পড়ে লাগে,
ঠান্ডা হাওয়া বওয়ানোর জন্য।

ঠান্ডা হাওয়ার জন্যই
গরম রোষ ওঠে,
মানুষের মানসিকতা গরম বাধে।

এক শান্তির বৃষ্টি নামুক,
সমস্ত শান্ত করবে যা,
মানসিকতা মিস্টি করবে,
পথ ঘাট নদী নালা সব শান্ত করবে,
প্রতিটি মানুষ শান্তি অনুভব করবে।

শান্তির বৃষ্টি সমস্ত অশান্তিকে ধুয়ে দেবে,
ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অরাজকতাকে,
হিংসা সরিয়ে মধু তৈরী করবে,
মনের মরুভূমিতে শান্তির জলে ভিজিয়ে রাখবে।