সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ মোঃ কবির ঠাকুর (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত কবির ঠাকুর সে উপজেলা সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া গ্রামের আতাবর ঠাকুরের ছেলে। শুক্রবার দিবাগত রাতে বড়দেওয়ান পাড়া গ্রামের তার নিজ বসত ঘর থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মো. কবির ঠাকুর নিজ বসর ঘরে মাদক বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করে। এসময় সরাইল থানার উপ- পরিদর্শক মোঃ জয়নাল আবেদিন, সহঃ উপ- পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সহঃ উপ- পরিদর্শক মোঃ সফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স মোঃ কবির ঠাকুরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘরে থাকা ১০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবির ঠাকুরের বিরুদ্ধে অত্র থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।