
দীপক কুমার দেব নাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া নামক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ী কে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন-১ ও উপপরিদর্শক(নিরস্ত্র) রুবেল আখন সঙ্গীয় ফোর্স দুপুর ১৪.০৫ ঘটিকার সময় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে প্রাইভেট কারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, বিজয়নগর চান্দুরা এলাকার বিল্লাল মিয়ার ছেলে মোঃ সাকিব মিয়া (২১), বিজয়নগর জালালপুর এলাকার সহিদ মিয়ার ছেলে রিপন(২২)।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।