
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এজন্য ছাত্রদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।