টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধে টানা অভিযান
শনিবার ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায় সম্মানিত পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদস্যরা দিন–রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ মামলায় নিয়মিত মামলায় এবং আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ আরও জানায় টাঙ্গাইলকে অপরাধমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন