এস এম সুমন রশিদ:
বরগুনার আমতলীতেও সকল জায়গা জুড়ে কম বেশি সরিষা চাষ করেছন চাষিরা। হলদে রং মাখানো ক্ষেতে যেন বর্ণিল সাজে সজ্জিত সরিষার ক্ষেত। মৌসুমের এ ফলন ধান চাষাবাদে বিরত থেকে সিজনাল সরিষার চাষ প্রতিবছরের মত এ বছরও চাষিরা চাষ করেছেন। এ বছর ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
এবছর উপজেলার সকল সরিষাচাষীদের ক্ষেত প্রদক্ষিণ করে দেখা গেছে, এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
নভেম্বর মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন ১০০ দিনের মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।
চাওড়ার বৈঠাকাটা গ্রামের কৃষক রোকন খান বলেন,আমরা প্রায় বছরই এ ধরনের সরিষার চাষাবাদ করি এবছর আমতলী উপজেলা কৃষি অফিসের পরামর্শ করে এ আবাদ করেছি।আশাবাদি ফসল বাল হবে।
আঠারোগাছিয়ার মালেক চাষী জানান, বলেন,এ বছর ফলন ভালো হয়েছে। এ বছর সরিষার সম্ভব্য ফসল আসবে ক্ষেতে।
আমতলী উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন আমতলী উপজেলা ১৫০ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.