ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তা হই

উদ্যোক্তা হই
আব্দুস সাত্তার সুমন

তেল ঢেলেছি বালুচরে
চুষে খেলো মাটি,
ডানে-বামে কাকের বহর
শূন্য তাহার বাটি।

আমার হয়না তোকে দিব
ভাবলি কেমন করে?
মরে গেলেও পাবি না যে
যতই টেপো ঘাড়ে!

চুল পেকেছে সময় গতো
অন্যের অধীনে আজ!
গরম গদি, নরম পেয়ে
চলছে যাদের রাজ।

সামনে এলেই হুজুর হুজুর
শিকড় কাটে পিছে,
গদির বলে বধির হয়ে
বলে বেড়ায় মিছে।

প্রতি বছর আসলে পরে
নাটক ঘটে নানান,
উল্টো শব্দে তেলেসমাতি
পারলে করো বানান?

নিজে পারি, যেটাই করি
যাদের অধীনের রই!
প্রভু তুমি সহায় করো
উদ্যোক্তা যেন হই।

আপলোডকারীর তথ্য

উদ্যোক্তা হই

আপডেট সময় ০৯:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

উদ্যোক্তা হই
আব্দুস সাত্তার সুমন

তেল ঢেলেছি বালুচরে
চুষে খেলো মাটি,
ডানে-বামে কাকের বহর
শূন্য তাহার বাটি।

আমার হয়না তোকে দিব
ভাবলি কেমন করে?
মরে গেলেও পাবি না যে
যতই টেপো ঘাড়ে!

চুল পেকেছে সময় গতো
অন্যের অধীনে আজ!
গরম গদি, নরম পেয়ে
চলছে যাদের রাজ।

সামনে এলেই হুজুর হুজুর
শিকড় কাটে পিছে,
গদির বলে বধির হয়ে
বলে বেড়ায় মিছে।

প্রতি বছর আসলে পরে
নাটক ঘটে নানান,
উল্টো শব্দে তেলেসমাতি
পারলে করো বানান?

নিজে পারি, যেটাই করি
যাদের অধীনের রই!
প্রভু তুমি সহায় করো
উদ্যোক্তা যেন হই।