নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে হাফেজ আব্দুল্লাহ।
সোমবার (১১ নভেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নিউ ডিসি রোড, ছোটরা, কুমিল্লায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় শিশু- কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে “ক্বিরাত” প্রতিযোগীতায় অংশ গ্রহন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্র হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল প্রথম স্থান অধিকার করেছে।
হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল সাংবাদিক মোঃ আবদুল আউয়াল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মোসাম্মৎ স্বপ্নাহার বেগম এর ছেলে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেরার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে।
হাফেজ আবদুল্লাহ বলেন,আমার জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক এবং এই সুন্দর কার্যক্রমে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।