ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা পরিষদ নির্বাচন

এক পরিবারের ৩ জনসহ তিনপদে ৯ জনের মনোনয়ন দাখিল

xr:d:DAGCJ1WEKAU:33,j:1876174207687530735,t:24041516

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে একই পরিবারের ৩ জনসহ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দীনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, তার ভাই জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, তার ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল।

এ সময় ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানি, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধুমাত্র উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার সুমনা মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন রয়েছে। মোট ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষের ভোটার সংখ্যা ৮২ হাজার ৯৫৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট কেন্দ্র ৫৪ টি ও ৪৫৫ টি বুথে ভোটগ্রহন হবে।

উল্লেখ্য, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ০৮ মে সকাল ০৮টা হতে বিকাল ০৪টা পর্যন্ত ব্যালটের ম্যাধমে ভোট অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

উপজেলা পরিষদ নির্বাচন

এক পরিবারের ৩ জনসহ তিনপদে ৯ জনের মনোনয়ন দাখিল

আপডেট সময় ১০:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে একই পরিবারের ৩ জনসহ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দীনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, তার ভাই জেলা পরিষদের সদস্য সফিকুল ইসলাম, তার ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল।

এ সময় ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানি, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধুমাত্র উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার সুমনা মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন রয়েছে। মোট ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষের ভোটার সংখ্যা ৮২ হাজার ৯৫৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৭ হাজার ৯০৯ জন। এর মধ্যে ভোট কেন্দ্র ৫৪ টি ও ৪৫৫ টি বুথে ভোটগ্রহন হবে।

উল্লেখ্য, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ০৮ মে সকাল ০৮টা হতে বিকাল ০৪টা পর্যন্ত ব্যালটের ম্যাধমে ভোট অনুষ্ঠিত হবে।