
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের দৈনিক পত্রিকা সমূহের জাতীয় সংগঠন এডিটরস ফোরামের মাসিক সাধারণ সভা মঙ্গলবার (১৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় অফিস কমলাপুরস্থ দৈনিক আমাদের বাংলা’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের বাংলা’র প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের সার্বিক পরিস্থিতি ও দৈনিক পত্রিকা সমূহের নানাবিধ সমস্যা ও করণীয় নিয়ে আগত সম্পাদকগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক, কবি অশোক ধর তার বক্তব্যে পত্রিকার জন্য সরকারী অপ্রতুল বরাদ্দের কথা উল্লেখ করে তার সুষম বন্টণের ক্ষেত্রে চলমান বৈষম্য দূর করার বিষয়ে জোরালো দাবী জানান। তিনি বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পত্রিকাগুলোকে বিকশিত করার ক্ষেত্রে কতিপয় মাফিয়া সিন্ডিকেটের মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রুখে দিতে উদাত্ত আহŸান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান চৌধুরী তার বক্তব্যে দৈনিক পত্রিকা সমূহের নানান দূর্দশা তুলে ধরে তার সমাধান স্বরূপ আগত সদস্যদের দেয়া প্রস্তাবের আলোকে সর্বসম্মতিক্রমে কতিপয় সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে নি¤œলিখিত চুড়ান্ত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়। সিদ্ধান্তগুলো হলো- সংগঠনের সকল পত্রিকায় একযোগে নির্দিষ্ট কোন অনিয়ম, দূর্নীতির খবর প্রকাশ করা, যৌথভাবে একটি ছাপাখানা করা, একটি হাউজিং কোম্পানী তৈরী করা, সারাদেশে সংগঠনের কমিটি গঠন করা, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের ব্যবস্থা গ্রহণ, ডিএফপি বিল আদায়ের জন্য সম্মিলিত চেষ্টা করা, নিয়মিত বিজ্ঞাপন ও ক্রোড়পত্র পাওয়ার জন্য যৌথভাবে চেষ্টা চালিয়ে যাওয়া, সংগঠনের যেকোন সদস্যের মামলাসহ আইনগত সমস্যায় সার্বিক সহযোগীতা করা, অত্র সংগঠনের একটি কল্যাণ তহবিল তৈরী করা, সংগঠনের রেজিষ্ট্রেশনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া, হল ভাড়া কর বছরে ২/৩টি প্রোগ্রাম করা ইত্যাদি।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওমর ফারুক জালাল, (ডেইলি প্রেজেন্ট টাইমস), মো: ফজলুর রহমান জুলফিকার(দৈনিক দিনের আলো), মুহম্মদ ওবায়দুল হক(দৈনিক সরকার), জাকির এইচ তালুকদার(দৈনিক দেশকাল), মো: রফিকুল ইসলাম(অপরাধ অনুসন্ধান), কামরুজ্জামান জনি(দৈনিক মুক্তির লড়াই), এ.এফ.এম কুতুব উদ্দিন(দৈনিক আমাদের চট্টগ্রাম), রফিকুল ইসলাম(গ্রামীণ সংবাদ সংস্থা জিএসএস ২৪ ডকম), তোফায়েল আলম বকুল, নুরুন্নাহার রিতা (দৈনিক নবজীবন), রফিক উল্লাহ শিকদার (দৈনিক আলোর বার্তা) প্রমূখ।